আগামীকাল কবি সঞ্জীব পুরোহিতের জন্মবর্ষ পঁয়তাল্লিশ অনুষ্ঠান
আগামীকাল ৮ই সেপ্টেম্বর ২০২৩ শুক্রবার বিকাল ৪:০০টায় বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে শূন্যদশকের অন্যতম প্রধান কবি সঞ্জীব পুরোহিতের জন্মবর্ষ পঁয়তাল্লিশ (পঁয়তাল্লিশে উড়াল) উদ্যাপন করবে কবিতার ছোটোকাগজ কাঁটাচামচ।
অনুষ্ঠানেপ্রধানঅতিথিহিসেবেউপস্থিত থাকবেনবাংলাএকাডেমিরমহাপরিচালক, জাতিসত্তারকবি মুহম্মদ নূরুলহুদা।