Book News, লেখক সংবাদ, শ্রাবণ সাহিত্য

আফসান চৌধুরীর বইপড়ার স্মৃতি!

৪ বছর বয়স থেকে বই পড়ছি I কমিক্স দিয়ে শুরু I এর মধ্যে প্রথম বই মা -বাবা দেন ঈদে – “আবোল তাবোল” – লেখকের নাম বললাম না I তখনও বাংলা পড়তে শিখিনি I ৫/৬ বছর বয়সে প্রতিদিন একটা করে বই পড়তাম I ইংরেজিতে I ৭/৮ বছর বয়সে বাংলা পড়তে শিখি, এক রাতে I তারপর দুই ভাষায় বই পড়ছি I ১৯৬৩/৬৪ করাচী যাই, তখন আমার সংগ্রহ ৫০০ থেকে ১০০০ খানেক বই I

করাচিতে একদিন জীবনের সবচেয়ে তীব্র আনন্দের অভিজ্ঞতা হয় I আমার নানী একটা দেব সাহিত্য কুটির এর পূজা সংখ্যা পাঠায় I পেয়ে যে আনন্দ হয়েছিল , মনে হচ্ছিলো আমাকে খেয়ে ফেলবে I “এতো সুখ সইবো কেমন করে ” টাইপ ফিলিং I প্রতি দিন বই পড়েছি ওখানেও I তখন মূল ভাষায় সেক্সপিয়ার সহ অন্যদের পড়ছি I বোর্হেস পড়েছি I ১১/১২ বছর বয়স I

করাচি থেকে ফিরলাম বই এর জন্য দানবের ক্ষুধা নিয়ে I আর কোনো থামা থামি নাই I প্রতিদিন বই I যুদ্ধের পর লোকে কত কিছু খুঁজেছে সস্তায় , আমি ফুটপাথে লুট হওয়া বই খুঁজতাম, কিনতাম I ২০০৭ সালে কানাডা গেলাম I পাবলিক লাইব্রেরি সিস্টেম অসাধারণ I তবে একদিন উমবের্তো একো’র “বডিলোনা” পড়তে গিয়ে মনে হলো লেখক বেশি পোচ পাচ মারছে পন্ডিতি নিয়ে I থামলাম I ফিকশন পড়া থামলো I

গ্রাফিক নভেল পড়া শুরু করলাম I টরন্টো কেন্দ্রীয় লাইব্রেরী ইন চার্জ বলেছিলো , ” তুমি হাজারের ওপরে নভেল পড়েছো, কানাডায় আর নেই I” তবে মাংগা , কিসিমের কমিক্স নয় I দেশে ফিরলাম ২০১২I

আজকাল গবেষণা বই বেশি পড়ি, লিখি অনেক বেশি I ৪ থেকে ৭১ + বছর পড়েছি ,কত বই পড়েছি ? জানি না I

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *