Book News, নতুন বইয়ের খবর, লেখক সংবাদ

নতুন বই আনোয়ারা সৈয়দ হকের ‘ফুলের গন্ধের মতো থেকে যাবে আমার রুমালে’

নতুন বই আনোয়ারা সৈয়দ হকের ‘ফুলের গন্ধের মতো থেকে যাবে আমার রুমালে’

কবি-সব্যসাচী সৈয়দ শামসুল হকের ৭ম প্রয়াণবার্ষিকী ২৭ সেপ্টেম্বর, ২০২৩। প্রয়াণবার্ষিকী স্মরণে ‘ঐতিহ্য’ প্রকাশ করেছে তাঁর জীবনসঙ্গী, বিশিষ্ট কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হকের লেখা স্মৃতিচারণামূলক বই ‘ফুলের গন্ধের মতো থেকে যাবে আমার রুমালে’। আজ ২৬ সেপ্টেম্বর ২০২৩ সকাল ১০.৩০ মিনিটে গুলশানের মঞ্জুবাড়িতে ঐতিহ্য’-এর পক্ষ লেখকের হাতে বইটি তুলে দেন ‘ঐতিহ্য’-এর কর্মকর্তা মোহাম্মাদ মোসলেহ উদ্দিন এবং রাকিবুজ্জামান লিয়াদ।

 

বইটিতে সৈয়দ শামসুল হককে নিয়ে আনোয়ারা সৈয়দ হকের কবিতা, গল্প, স্মৃতি ও সাক্ষাৎকার সংকলিত হয়েছে। ইতিপূর্বে ‘ঐতিহ্য’ প্রকাশ করেছে সৈয়দ হককে নিয়ে আনোয়ারা সৈয়দ হকের স্মৃতিচারণামূলক রচনা ‘সেদিন দুজনে’।

 

‘ঐতিহ্য প্রকাশিত ৩৫ খণ্ড সৈয়দ শামসুল হক রচনাসমগ্র এবং সৈয়দ শামসুল হক বিষয়ক সমুদয় গ্রন্থ পাওয়া যাচ্ছে ‘ঐতিহ্য’-এর ঢাকাস্থ বিক্রয়কেন্দ্রসহ বই বিপণন প্রতিষ্ঠান ‘নির্বাচিত’-এর কাটাবন(ঢাকা),উত্তরা(ঢাকা), রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, কুমিল্লা, যশোর শাখায়। এছাড়া ‘ঐতিহ্য’-এর অনলাইন পেজেও পাওয়া যাচ্ছে বইগুলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *