না পাখি! না বাউল আসাদ চৌধুরী!
রবীন আহসান
মানুষটা ঠিক পাখি ও নয় আবার বাউল ও নয়!
চাকরিজীবীও নয়! পুরোটা সংসারী নয়!
পুরোটা কবিও নয়!
পুরোটা পলাতক নয়!
বাড়ি ফেরেন কী মেয়ে শাঁওলির জন্য!
ছেলে আসিফের জন্য!
শাহানা ভাবীর জন্য!
তাঁর টেবিল জুড়ে আড্ডা আড্ডা আর আড্ডা!
গমগম করা হাসি!
কাঁধে ঝোলানো ব্যাগে বই আর পানের ডিব্বা! ঠোঁট লাল!
মেঘে মেঘে সে পাখি হয়!
এই মানচিত্রের পায়ে পায়ে তার দাগ!
ব্রাহ্মণবাড়িয়া থেকে বরিশাল!
কই কই উড়ে বেড়ান এই পাখি!
এই জমিদার বংশের বাউল!
রিকসায় ঠিক তাঁর বা পাশে বসে আমিও উড়েছি
এই পাখির সাথে মেঘে মেঘে!
এই অর্ধেক বাউলের সাথে ঘুরে ঘুরে
তাঁর ব্যাগের ভেতর জাদুদেখে ফিরেছি ঘরে!
তিনিও ফিরতেন ঘরে ক্লান্ত হয়ে!
এই যে আকাশ এইযে নদী
এইযে সবুজ মাঠ!
নদীর মাঝি আকাশের পাখি
সবুজ মাঠের মানুষ
এসবের সাথে মিশে থাকতেন
না পাখি না বাউল না পুরোটা সংসারী আসাদ চৌধুরী…
১৬ অক্টোবর ২০২৩