নতুন বইয়ের খবর, লেখক সংবাদ

শহীদ কর্নেল জামিল-এর কন্যা আফরোজা জামিল কংকা লিখেছেন স্মৃতিকথা!

শহীদ কর্নেল জামিল-এর কন্যা আফরোজা জামিল কংকা লিখেছেন স্মৃতিকথা!

শহীদ কর্নেল জামিল-এর কন্যা দেশের খ্যাতিমান চিত্রশিল্পী আফরোজা জামিল কংকা লিখেছেন স্মৃতিকথা ‘আমার বাবা শহীদ কর্নেল জামিল বীরউত্তম’ বইটি শ্রাবণ প্রকাশনী থেকে প্রকশিত হচ্ছে বিশ্ব সেরা ৭৫ তম জার্মানীর ফ্রাঙ্কফুর্ট বইমেলায় উন্মোচনের জন্য।

কর্নেল জামিল সেই দিন ভোরে, শহীদ কর্নেল জামিল এর পরিবার থেকে বিদায় নিয়ে যাওয়াটা একটা কঠিন সিদ্ধান্ত ছিলো। ঘটনাটি আমি আমাদের মুসলিম ইতিহাসে হযরত ইমাম হোসাইন (র:) এর সাথে তুলনা করতে পারি কিছুটা। ৬১হিজরী সনে ন্যায় প্রতিষ্ঠার জন্য তিঁনি তাঁর পরিবারের সদস্যদের নিয়ে কারবালার এজিদের বিশাল সৈন্য বাহিনীর সম্মুখীন হয়ে ছিলেন। এভাবেই নীতিবান, আদর্শবান একজন বীর তাঁর কাজের মাধ্যমে সারা পৃথিবীতে নজীর রেখে যান এবং তা থেকে আমরা অনুপ্রানিত হই।কারবালার ঘটনা ন্যায় আর অন্যায়ের বিরাট এক শিক্ষা।কারবালা আমাদের মনে করিয়ে দেয় আমাদের দায়িত্ব।বুঝিয়ে দেয় অন্যায়ের বিরুদ্ধে প্রয়োজনে নিঃসার্থভাবে সব কিছু বিলিয়ে দিতে হয়! শহীদ কর্নেল জামিল তেমনি তাঁর আত্মত্যাগের মাধ্যমে আমাদের শিখিয়েছেন কর্তব্য পরায়নতা, নিষ্ঠা, দায়িত্ববোধ, দেশপ্রেম, এবং জাতির পিতার মর্যাদা রক্ষা। তাঁকে ও বলা হয়েছিলো ফিরে যাবার জন্য।উত্তরে তিনি বলে ছিলেন, “আমিতো ফিরে যেতে আসিনি। তোমরা আমার কমান্ড মানো। আমাকে যেতে দাও ‘বঙ্গবন্ধুর’ কাছে।”তাই হয়েছিলো; সৈন্যরা তাঁর কথা মেনে পথ ছেড়ে দিয়েছিলো।কিন্তু ঘাতকেরা সেদিন সোচ্চার ছিলো।যে কোনো মূল্যে বঙ্গবন্ধুকে তাঁর পরিবারসহ নিঃশেষ করে দিতে হবে।
যুগেযুগে এভাবেই বীরদের জন্ম হয় আামাদের বিবেককে স্মরণ করিয়ে দেবার জন্য।অনেকে বলেন, কর্নেল জামিল তোখালি হাতে চলে গিয়েছিলেন বঙ্গবন্ধুকে বাঁচাতে। আমি বলি, উঁনি খালি হাতে যাননি।তিঁনি তাঁর ভালোবাসা, বিশ্বাস, দায়িত্ববোধ, শপথ, দেশপ্রেম, আত্মবিশ্বাস, কর্তব্যপরায়নতা সঙ্গে নিয়ে গিয়ে ছিলেন।সেদিন ভোরে পিতার ডাকে সাড়া দিয়ে ছুটে যাওয়াটাকি, তাঁর ভুলছিলো? বোকামী ছিলো?
বইয়ে বাবাকে নিয়ে লিখতে গিয়ে জামিল কন্যা আফরোজা জামিল কংকার কলমে চলে এসেছে পাকিস্তানে ১৯৭১ সালে বন্দি বাঙালি সৈনিকদের দিনযাপনের কথা! আর্মির মধ্যে থাকা নিয়ম কানুন প্রশিক্ষণ একাডেমির কথা! এক ১২ বছরের কিশোরীর চোখে দেখা ৭১ এর মুক্তিযুদ্ধ এবং ৭৫-এর বঙ্গবন্ধু হত্যার নির্মম স্মৃতি কথা।
বইটি প্রকাশ করছে শ্রাবণ প্রকাশনী। আগামী ১২ অক্টোবর প্রকাশতি হবে বলে আশা করা যাচ্ছে । বইটির দাম ৫০০ টাকা

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *