শুরু হয়েছে ১৬তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব বাংলাদেশ
‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’ স্লোগানে চিলড্রেনস্ ফিল্ম সোসাইটি বাংলাদেশ আয়োজন করতে যাচ্ছে ১৬তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব বাংলাদেশ। ৭ থেকে ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে উৎসব।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তন ও আলিয়ঁস ফ্রঁসেজে ৪০টি দেশের ১০১টি শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হবে।
উদ্বোধনী দিন ছাড়া প্রতিদিন বেলা ১১টা, ২টা ও সন্ধ্যা ৬টায় মোট ৩টি প্রদর্শনী হবে। সিনেমা দেখার জন্য কোনো ধরনের প্রবেশমূল্য নেই।