২০১৫ সালের ৩১ অক্টোবর ইসলামী সন্ত্রাসবাদীদের হাতে নিজ কার্যালয়ে নৃশংসভাবে নিহত হয়েছিলেন জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফীন দীপন। একই দিনে শুদ্ধস্বরের প্রকাশক আহমেদুর চৌধুরী টুটুলও আক্রান্ত হয়েছিলেন এবং দুই লেখকসহ গুরুতরভাবে আহত হয়েছিলেন। বই প্রকাশের কারণে, মুক্তভাবে মত প্রকাশের কারণে সেদিন এই দুই প্রকাশক নিহত এবং আহত হয়েছিলেন। এই দিনটি বাংলাদেশ তথা সারা বিশ্বের প্রকাশনার স্বাধীনতাকে ব্যহত করার একটি কালো দিন হিসাবে চিন্থিত। এই ঘটনা সেদিন সারা বিশ্বের মুক্তমতের অনুসারী এবং আন্তর্জাতিক প্রকাশক সমাজকেও ভীষণভাবে নাড়া দিয়েছিলো। প্রতিবছর এইদিনটিকে অনেকে ব্যক্তিগতভাবে স্মরণ করলেও প্রকাশক সমাজের পক্ষ থেকে এইদিনটিকে স্মরণ করতে দেখা যায় না। বর্তমানে নির্বাসিত প্রকাশনা সংস্থা শুদ্ধস্বরের পক্ষ থেকে এই দিনটিকে স্মরণ করার জন্য কয়েকবছর ধরে চেষ্টা করে যাচ্ছে। শুদ্ধস্বর আন্তার্জাতিক প্রকাশক সংগঠনগুলোর কাছেও ৩১ অক্টোবরকে ফ্রিডম টু পাবলিশ ডে হিসাবে পালন করার দাবী জানিয়েছে। এরই অংশ হিসাবে শুদ্ধস্বর ৩১ অক্টোবরকে ফ্রিডম টু পাবলিশ ডে হিসাবে পালনের জন্য একটি অনলাইন আবেদন পত্রে সাক্ষর সংগ্রহ অভিযান শুরু করেছে। সংগৃহিত এই সাক্ষর আন্তর্জাতিক সংস্থাসমুহকে ৩১ অক্টোবর ফ্রিডম টু পাবলিশ ডে হিসাবে আনুষ্টানিকভাবে পালনের জন্য ঘোষণা দিতে উদ্বুদ্ধ করবে বলে শুদ্ধস্বর মনে করে। শুদ্ধস্বর আরো মনে করে ৩১ অক্টোবরকে ফ্রিডম টু পাবলিশ ডে হিসাবে ঘোষণা ও পালন সারা বিশ্বের মুক্ত মত এবং প্রকাশনার স্বধীনতার অনুসারিরা নানা ধরণের বাধা বিপত্তির মুখেও তাদের কার্যক্রম চালিয়ে যেতে শক্তি ও সাহস পাবে এবং উতসাহিত হবে।
৩১ অক্টোবর কে ফ্রিডম টু পাবলিশ ডে পালনের জন্য একটি পিটিশন। এটা সাইন করার জন্য অনুরোধ করছি। https://chng.it/Zn5qpC649M