তোমাদের জন্য আবৃত্তির শত ছড়া কবিতা
তোমরা যখন আধো আধো কথা বলতে, যখন র বলতে গিয়ে ল বলে ফেলতে এবং আম-আম-আম্বা করে খুশিতে নেচে উঠতে, ঠিক তখন থেকেই তোমরা কিন্তু আবৃত্তি করছ। তার মানে দাঁড়ালÑÑআবৃত্তি করতে করতেই কথা বলতে শিখেছ। আসলে কথা বলার আগেই আমরা আবৃত্তির অনেকটাই শিখে ফেলি।
কোনোকিছু বারবার বলাটাও আবৃত্তি। তোমরা যখন কথা বলা শিখেছ তখন একই বর্ণ শব্দ বাক্য বারবার বলতে। মনে পড়ছে? না না, আমরা তো দুয়েক বছর বয়সের কোনোকিছুই মনে করতে পারি না। তবে মা-বাবারা আমাদের সেই ছোট্টোবেলার কথা মনে করে খুব আনন্দ পান।
আমাদের আবৃত্তির প্রথম শিক্ষক মা। মায়ের পরে বাবা এবং খুব কাছের মানুষগুলোই আমাদেরকে কথা বলতে শিখিয়েছেন। আবৃত্তি শেখার প্রথম ধাপই হল কথা বলতে শেখা।
আমরা যে কথাগুলো সবসময় বলতে থাকি, সেই কথাগুলোই একটু একটু করে গুছিয়ে সুন্দরভাবে বললে আবৃত্তির মতো শোনায়।
সবচেয়ে সুন্দর শব্দ বাক্য ছন্দ দিয়ে ছড়া কবিতা লেখেন কবিরা, তাই কবিদের লেখা ছড়া কবিতা খুব যতœ করে শুদ্ধ উচ্চারণে তাল লয় ছন্দ ঠিক রেখে আবেগ দিয়ে বললেই আবৃত্তি হয়ে যায়। বুঝতেই পারছ, আবৃত্তি খুব কঠিন কিছু নয়।
এই বইয়ের ছড়া কবিতাগুলো বারবার পড়ে এবং আবৃত্তি করে তোমরা খুবই আনন্দ পাবে। আর হ্যাঁ, অনুষ্ঠানে এবং আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্যও এখান থেকে ছড়া কবিতা বেছে নিতে পারবে। তোমাদের জন্য শুভকামনা। একদিন তোমরাই করবে জয়।
Reviews
There are no reviews yet.