বই পরিচিতি
‘পশ্চিম পাকিস্তানে বন্ধবন্ধুর বন্দি জীবন’ একটি ইতিহাসভিত্তিক বই। এই ইতিহাস ১৯৭১ সালে পশ্চিম পাকিস্তানে বঙ্গবন্ধুর কারা জীবনের ইতিহাস। ২৬ মার্চের প্রথম প্রহরে গ্রেফতার হওয়ার পর পশ্চিম পাকিস্তানে নেওয়া হয়েছিল শেখ মুজিবুর রহমানকে। যেখানে কঠোর গোপনীয়তায় তাঁর বিচার প্রক্রিয়া শুরু হয়। যুদ্ধের নয় মাস বন্দি বঙ্গবন্ধু সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায় না। তবে সে সময় বিশ্ব গণমাধ্যমে তাঁকে নিয়ে অনেক সংবাদ প্রকাশিত হয়েছিল। সেই সব খবর ও কিছু অতি গুরুত্বপূর্ণ নথির ভিত্তিতে বঙ্গবন্ধুর পশ্চিম পাকিস্তানের কারা জীবন সম্পর্কে জানার চেষ্টা করা হয়েছে এই গ্রন্থে। এছাড়া ঐতিহাসিক কিছু তথ্যের ভিত্তিতে তুল ধরা হয়েছে পশ্চিম পাকিস্তানে বঙ্গবন্ধুর শেষ দিনগুলোর কথা। আছে পশ্চিম পাকিস্তানে বঙ্গবন্ধুর শেষ দিনগুলো নিয়ে ড. কামাল হোসেনের দুর্লভ একটি সাক্ষাৎকার।
প্রচ্ছদ : মাসুক হেলাল
লেখক পরিচিতি
মো. মিনহাজ উদ্দীনের জন্ম উত্তরবঙ্গের বগুড়া শহরে। আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে পড়াশোনা শেষে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে। স্নাতক ও স্নাতকোত্তরে প্রথম শ্রেণী লাভ করেন। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময়ই সাংবাদিকতা শুরু। ২০০৭ সালে যোগ দেন দেশের প্রথম ২৪ ঘন্টার সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল সিএসবি নিউজে। কাজ করেছেন চ্যানেল ওয়ান, এটিএন বাংলা ও যমুনা টেলিভিশনে। ২০২১ সালে খণ্ডকালীন সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপক হিসেবে যোগ দেন চ্যানেল টুয়েন্টি ফোর-এ। এছাড়া তিনি কাজ করেছেন ক্রীড়া জগৎ, সাপ্তাহিক কাগজ ও গণমাধ্যম পর্যবেক্ষণমূলক সাময়িকী মিডিয়া ওয়াচ-এ। ২০১৬ সালে প্রভাষক হিসেবে যোগ দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে। বর্তমানে সহকারী অধ্যাপক পদে কর্মরত। ২০১৮ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ থেকে কৃতিত্বের সাথে স্নাতকোত্তর ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন।
সাংবাদিকতায় পেশাগত দক্ষতার জন্য মিনহাজ উদ্দীন বেশ কিছু পুরস্কারে ভূষিত হয়েছেন । যেগুলোর মধ্যে অন্যতম মুক্তিযুদ্ধ যাদুঘরের বজলুর রহমান স্মৃতি পদক ২০১৩ । এটিএন বাংলায় মুক্তিযুদ্ধভিত্তিক প্রতিবেদন তৈরির জন্য তিনি এই পদক পান। এছাড়া প্রথম আলো ট্রাস্ট ও বন্ধুসভার মাদক বিরোধী সেরা প্রতিবেদনের জন্য পুরস্কার ও সিএসএফ-ফ্রেড হলোস ফাউন্ডেশন পুরস্কার অন্যতম। ২০১৮ সালে পেয়েছেন আবুল মনসুর আহমদ প্রবন্ধ প্রতিযোগিতা পুরস্কার। লেখকের বই ‘সায়মন ড্রিং ও অন্যান্যের একাত্তর’ (শ্রাবণ প্রকাশনী, ২০১৭), ‘১৯৭১: তাজউদ্দীন, মুজিব বাহিনী ও অন্যান্য (শ্রাবণ প্রকাশনী, ২০১৯), ‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ড: কী চেয়েছিল ভুট্টোর পাকিস্তান’ (শ্রাবণ প্রকাশনী, ২০১৯), ‘নভেম্বর ক্যু ৭৫: অন্ধকার সময়ের সংবাদচিত্র’ (শ্রাবণ প্রকাশনী, ২০২১), ‘রনো ও অন্যান্যের একাত্তর’ (শ্রাবণ প্রকাশনী, ২০২২), ‘সাংবাদিকতা: প্রতিবেদন লেখার প্রথম পাঠ (পলল প্রকাশনী, ২০১৮), ‘মাধ্যম সাক্ষরতা, সাংবাদিকতার প্রথম পাঠ (পলল প্রকাশনী, ২০১৯) এবং ‘বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ: সংবাদপত্রের আধেয় বিশ্লেষণ (প্রেস ইনস্টিটিউট বাংলাদেশে, ২০২১)।
Reviews
There are no reviews yet.