বই পরিচিতি
কমরেড সিরাজ সিকদার এদেশের নিপীড়িত জনগণের মুক্তি-আন্দোলনের ইতিহাসে এক অত্যুজ্জ্বল পুরুষ। তাঁর রাজনীতি ও সংগ্রাম সম্পর্কে বৃহত্তর গণতান্ত্রিক ও প্রগতিশীল মহলে বিভিন্ন মত, মতপার্থক্য ও বিতর্ক সত্ত্বেও এটা আজ এক প্রতিষ্ঠিত সত্য যে, সিরাজ সিকদার ছিলেন এক মহান সংগ্রামী দেশপ্রেমিক, এক মহান বিপ্লবী এবং তিনি নছিলেন বাংলাদেশে মাওবাদী কমিউনিস্ট আন্দোলনের অন্যতম প্রধান পথিকৃত।
এই মহান বিপ্লবীর মৃত্যুর ৩০ বছর পরও তাঁর নাম ও কর্মকান্ড এদেশের যেকোনো ধরনের রাজনীতিতে আজো প্রতিনিয়ত উচ্চারিত, আলোচিত, বিতর্কিত, এবং বহু দেশসেবক, জনসেবক ও বিপ্লবীর জন্য আজো তিনি অনুসৃত। তিনি আজ শুধু তাঁর এক ব্যাপক পরিসরের সচেতন ও সংগ্রামী মানুষের কাছে তিনি অনুপ্রেরণার উৎস। দল-মত নির্বিশেষে আরও বৃহৎ জনগোষ্ঠীর কাছে তিনি প্রয়োজনীয় যদিও সে প্রয়োজন বিভিন্ন মত-পথের নিকট বিভিন্নমুখী। এ কারণেই তাঁর জীবন, সংগ্রাম ও চেতনাকে জানা যেকোনো সমাজ-সচেতন ব্যক্তির জন্য অপরিহার্য। আর এ জন্য তাঁর রাজনৈতিক রচনাসমূহের অধ্যয়ন ও আলোচনার কোনো বিকল্প নেই- কারণ তিনি ছিলেন সর্বাগ্রে একজন রাজনৈতিক নেতা।
কমরেড সিরাজ সিকদারকে জানা ও বোঝার এ কাজকে সহজ ও সহায়তা করার উদ্দেশ্যেই আমরা একটি প্রগতিশীল প্রকাশনা সংস্থা হিসেবে কমরেড সিরাজ সিকদারের রাজনৈতিক রচনাবলীর এই সংগ্রহ প্রকাশ করার দুঃসাহস করেছি।
লেখক পরিচিতি
সিরাজ সিকদার জন্মগ্রহণ করেছিলেন ১৯৪৪ সালের ২৭ অক্টোবর এক মধ্যবিত্ত চাকরিজীবী পরিবার। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে প্রথম বিভাগে পাস করার পর ঢাকা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে প্রথম বিভাগে সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে উত্তীর্ণ হন। অবশ্য এর আগে ছাত্র জীবনেই প্রগতিশীল রাজনীতিতে তিনি সক্রিয় হন। গত শতাব্দীর ঘাটের দশকে বিশ্ব ও দেশীয় রাজনীতির এক উত্তাল সময়ে তিনি এদেশের প্রধানতম প্রগতিশীল ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়নের অন্যতম সহ-সভাপতি ছিলেন। প্রাতিষ্ঠানিক শিক্ষা সমাপ্তির পর অল্প কিছুদিন চাকরীজীবনে জড়িত ছিলেন। কিন্তু অচিরেই তিনি সার্বক্ষণিক বিপ্লবী রাজনীতিতে নিজেকে নিয়োজিত করেন। প্রাথমিকভাবে ছাত্র ইউনিয়নের মাধ্যমে এদেশের আদি কমিউনিস্ট পার্টির সাথে যুক্ত থাকলেও মতাদর্শিক ও রাজনীতিকভাবে তিনি দ্রুতিই তা থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নেন, এবং মাও সেতুঙের আদর্শের সৈনিক হিসেবে গড়ে তোলেন।
Reviews
There are no reviews yet.