লেখক পরিচিতি
প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী দেশে-বিদেশে একজন স্বনামধন্য অধ্যাপক, গবেষক ও সমাজবিজ্ঞানী হিসেবে সুপরিচিত। ১৯৫৫ সালে তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশন ১০ নং ওয়ার্ড উত্তর কাট্টলী হযরত আমানত উল্লাহ শাহ সড়কস্থ এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পেশাগত জীবনে তিনি ১৯৮২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। জাপান সরকারের বৃত্তির অধীনে সুকুবা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৮ সালে পিএইচ.ডি ডিগ্রি অর্জনের পর পরই যুক্তরাষ্ট্রের অন্যতম খ্যাতিশীর্ষ ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি (বার্কেলে) সমাজবিজ্ঞান বিভাগে পোস্ট ডক্টরাল উচ্চতর গবেষণা সম্পন্ন করেন। সম্প্রতি অবসরপ্রাপ্ত প্রফেসর ইফতেখারের বর্ণাঢ্য ক্যারিয়ারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উপাচার্য (১৫.০৬.২০১৫ – ১৪.০৬.২০১৯), উপ-উপাচার্য (৩১.০৫.২০১৩- ১৫.০৬.২০১৫), সমাজতত্ত্ব বিভাগের সভাপতি, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি এবং বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগের সভাপতির পদ অলংকৃত করেছেন। তিনি বিশ্বশীর্ষ যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, সাউদার্ন ইলিনয় বিশ্ববিদ্যালয় (কার্বনডেইল) ও বিনহামটং বিশ্ববিদ্যালয়ে ফুলব্রাইট সিনিয়র ফেলো হিসেবে কর্মরত ছিলেন। প্রফেসর ইফতেখার ইংল্যান্ডের গ্লাসগো, ডেনমার্কের অলবর্গ, জাপানের সুকুবা-ওসাকা সিটি-কোবে গাকুইন ও রিওককু বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর হিসেবে শিক্ষকতা এবং বহু আন্তর্জাতিক সংস্থায় গবেষক ও পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিপুল সংখ্যক আন্তর্জাতিক কনফারেন্সে মৌলিক গবেষণা প্রবন্ধ উপস্থাপন, একাডেমিক ও তত্ত্বীয় দৃষ্টিভঙ্গি থেকে দেশী ও আন্তর্জাতিক জার্নালে প্রায় ৩০টির মতো মৌলিক প্রবন্ধ প্রকাশ ছিল প্রফেসর ইফতেখারের অনবদ্য অবদান। বাংলা, ইংরেজি ও জাপানী ভাষায় ইতিমধ্যে প্রকাশিত প্রফেসর ইফতেখারের বইগুলো হচ্ছে- বঙ্গবন্ধু মহান একুশে ও মুক্তিযুদ্ধ, মাঙ্গলিক পদ্মা সেতু – উন্নয়নের নবদিগন্ত, বাঙ্গালির বঙ্গবন্ধু – বিশ্ববন্ধু শেখ মুজিব, দেশরত্ন শেখ হাসিনা – আস্থার অবিচল ঠিকানা, দলিত ও জাতি-বর্ণ বৈষম্য ঃ পরিপ্রেক্ষিত বাংলাদেশ (দ্বিতীয় সংস্করণ), Village Phone (Japanese Version), Caste Based Discrimination in South Asia: A Studz of Bangladesh (English Version), দক্ষিণ এশিয়ায় জাতি-বর্ণ বৈষম্য : পরিপ্রেক্ষিত বাংলাদেশ, বাংলাদেশ ঃ প্রাসঙ্গিক সমাজ চিন্তা। উল্লেখ্য যে ২০১৭ সালে প্রকাশিত ‘দলিত ও জাতি বর্ণ-বৈষম্য : পরিপ্রেক্ষিত বাংলাদেশ (দ্বিতীয় সংস্করণ)’ গবেষণালব্ধ বইটির জন্য তিনি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের স্বর্ণপদক পুরষ্কারে ভূষিত হন। গবেষণা কাজের স্বীকৃতি ও সার্বিক বিষয়ে অসামান্য অবদানের জন্য প্রফেসর ইফতেখার জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অসংখ্য সম্মাননা পেয়েছেন। চবি উপাচার্যের দায়িত্ব পালনকালীন সময়ে তিনি ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সাইন্স বিভাগ, ওশনোগ্রাফী বিভাগ, ক্রিমিনোলজি ও পুলিশ সায়েন্স বিভাগের প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ ক্রিমিনোজলি এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব পালন করে চলছেন। এছাড়াও বেশকিছু স্কুল, মাদ্রাসা, স্বাস্থ্য প্রকল্প প্রতিষ্ঠা করে একজন প্রথিত শিক্ষাবিদ ও সমাজ হিতৈষী ব্যক্তিত্ব হিসেবে দেশ ও আন্তর্জাতিক পরিমন্ডলে সুপ্রতিষ্ঠিত। সমসাময়িক বিষয়, বিভিন্ন জাতীয় দিবস ও গুরুত্বপূর্ণ ইস্যুতে দৈনিক জনকন্ঠ, দৈনিক সমকাল, দৈনিক যুগান্তর, দৈনিক কালের কন্ঠ, দৈনিক ইত্তেফাক, প্রতিদিনের বাংলাদেশসহ বিভিন্ন জাতীয় পত্রিকা, বিবিধ দেশীয় ও আন্তর্জাতিক আর্থ-সামাজিক-উন্নয়ন বিষয়ক বিশেষ গ্রন্থে বিপুল সংখ্যক নিবন্ধ উপস্থাপনা এবং আঞ্চলিক পত্রিকার মধ্যে চট্টগ্রামের দৈনিক আজাদী, দৈনিক পূর্বকোণ ও দৈনিক পূর্বদেশে তাঁর শতাধিক নিবন্ধ প্রকাশ পেয়েছে।
Reviews
There are no reviews yet.